-এম. আলী হুসাইন
নেই পা, পা হীন মানুষ যে আমার পরিচয়
তোমরা কেন লেংড়া বল, করিনি অভিনয়
স্রষ্টা তার সৃষ্টির মাঝে করলেন মোরে এমন
মানুষ না বলে, লেংড়া বল সবাই কেন যেমন?
অঙ্গহীন জন্ম আমার বঙ্গে লেংড়া পরিচয়
বাবা মায়ের নাম রাখাটা ছিল যে অভিনয়।
আদর করে বাবা-মা রাখলেন সুন্দর নাম
কেউ ত নাম বলে না, বলে লেংড়া কালাম।
চোখ আছে, জ্যোতি নেই, বলে সবাই অন্ধ
জগতে আসাটা, থাকাটা যেন হল মোর মন্দ
কেউ তো ডাকেনা সঠিক নামে, বলে প্রতিবন্ধি
শক্তি যদি থাকত মোর, সুস্থতার করতাম সন্ধি।
বলতাম আমি রবের কাছে সৃষ্টিকর আমার মত
পৃথিবীতে সাহিত্যিক হব, লিখব আমি অবিরত
হয়নি সুযোগ, পাইনি আমি, বানালেন যে অন্ধ
কি করে বলি, দেখিনা সুন্দর, মনে আছে ছন্দ।
কথা ত বলতে পারি না, বোবা বলে সবাই
নাম যে আছে মোর, কারো জানা ত নাই
কেউ বলে বোবা, কেউ বলে বোবা দাদা ভাই
জবাব তো দিতে পারিনা, আমি জানতে চাই।
বোবা কেন বল, আমার আছে কত সুন্দর নাম
নামের বাহিরে মানুষ আমি, নাম যে আঃ সালাম
হাত নেই, আঁতুড় বল, কি যে মজা পায় অনেকে
আমার মনে প্রশ্ন জাগে, তাদের অভিময় দেখে।
শুনেনা কানে বলে তারে সবাই, সে যে বধির
মাথাটা ঠিক থাকেনা, যখন দেখি সে অস্থির।
চোখহীন, পা হীন, হাতহীন, আছে কত জন
তাদের প্রতিবন্ধি বলে বিদ্রোহ করে কুজন।
মানুষ আমি মানুষ আমার প্রথম পরিচয়
মানুষ নামে ডাক সবে, করিওনা অভিনয়।
প্রতিবন্ধি, অন্ধ, বধির, লেংড়া, আঁতুর বলিওনা
আমি তোমাদের যে, আমার পরিচয় ভূলিওনা