মোঃ ইব্রাহিম হোসেন
সবার মাঝেই দুঃখ আসে
খুব বেশি বা কম,
কেউ দাবে তা পায়ের তলে
কারোর আসে যম।
দুঃখ সুখের এই পৃথিবী
নাইকো শুধুই সুখ,
বিলাসবহুল কারোর জীবন
কারোর মলিন মুখ।
অল্প দিনের দুনিয়াটা
চিরদিনের নয়,
রণাঙ্গনে লড়াই করে
বাঁচার মাঝেই জয়।
প্রকৃতির এই নিয়মনীতি
দুঃখ কীসের ভাই?
আজ আছে ধন কাঁড়ি কাঁড়ি
কাল কবরে নাই।
শূন্য হাতে জন্ম লগন
শূন্য হাতেই শেষ!
যেমন আছি তেমন ভালো
রব ইশারায় বেশ।