মোঃ ইব্রাহিম হোসেন
ওগো মোর নূরের নবী!
তুমি তো ধ্যানের ছবি,
তোমাতে বিলীন আমি
সঁপে তো দিলাম সবই।
আমি যে কাঙাল উম্মত
নাহি মোর দেখার হিম্মত,
কেমনে দেখবো তোমায়?
না আছে ভিসার সম্মত।
মনে খুব সাধ তো জাগে
তব প্রেম অনুরাগে,
মৃত্যু না হয় যেন মোর
তোমাকে দেখার আগে।
দুরুদে সালাম করি
দিবারাত তোমায় স্মরি,
তুলি হাত রবের দ্বারে
বিনয়ে চরণ ধরি।
ওগো রব দাও ক্ষমতা
তোমাতে খুব মমতা,
চাই দেখা নবীর সুরত
আমাদের হে করতা!