মোহাম্মদ সহিদুল আলম
সুন্দর স্বপ্নময় জীবন যাপন সকলের কাম্য! সর্বজনে স্বপ্ন দেখেন সুন্দর জীবনের। তবে জীবনের পথচলা একই রকম নয়।
জীবন এমনই! কোন পরিস্থিতিতেই থেমে থাকে না। কষ্ট বিহীন জীবন দেখা যায় না। একেক জনের কষ্ট একেক রকম!
মানুষ মানুষকে একটি মূহুর্তের জন্য হলেও ভালোবাসে না, এমন মানুষ এই দুনিয়ায় নেই। প্রকাশে ভিন্নতা, নয়’তো
পরিস্থিতির অপারগতা!
বিরল হলেও সর্বত্র বিরাজমান, সোনার চামুচ মুখে নিয়ে জীবন শুরু হলেও সময় পরিস্থিতিতে বদলে যায়
জীবনের পথচলা!
অহংকার আর দাম্ভিকতা চিরস্থায়ী নয়! জীবনই ক্ষণস্থায়ী জেনেও অহংকারী মানুষ অহংকার আর দাম্ভিকতায় ডুবে থাকেন!
নদীর ভাঙ্গন এলে দেখি দুই কুল ভাসিয়ে নিয়ে যায়! তারপরও আবারও নতুন করে জীবন শুরু করেন, ঘর বাঁধেন। বিধাতার কৃপায় আর দানে।
বাংলাদেশে দ্বিতীয়বারের মত শত শত প্রিয় প্রাণের বিনিময়ে অর্জিত স্বাধীনতা! কিছুটা হলেও অহংকারী মানুষ মনে করেন, মৃত্যু অনিবার্য!
সোনার চামুচ মুখে নিয়ে জীবন শুরু করুক, পাহাড় সমান অবৈধ সম্পদের মালিক হোক, দুনিয়াতে এলে মৃত্যুর স্বাদ গ্রহন করতেই হবে, অহংকার আর দাম্ভিকতার ফলাফল বেদনা আর ঘৃণার!