মোঃসাখাওয়াত হোসেন
ভয়াবহ গজব কেন হবেনা
পাপ তো হাতের কামাই,
পাপের বদলা কেন নিবে না
তুমি বলতে পারো ভাই?
অপরাধে দুয়োধ্বনি উত্তাপ
পাপি মানুষদের কারন,
সব অপরাধ প্রবনতা পাপ
আছে কি পাপমুক্ত জীবন?
দূর্নীতির ভাইরাস ছড়িয়েছে
নীচ হতে রাজ সিংহাসনে,
মরণঘাতী করোনায় ধরেছে
ভয়ানক বিপর্যয় সবখানে।
কেয়ামত দিবসটা সন্নিকটে
প্রকাশিত হচ্ছে আলামত,
মানুষ পড়ছে দূর্ণীতি বিভ্রাটে
ভুমিকম্পে বার্তা প্রতিনিয়ত।
পাপাচারী মানুষেরা নরাধাম
অতীষ্ট করে দেয় জীবন,
মানুষ রুপেই উত্তম অধম
সুখে দুঃখে কষ্ট আমরণ।