কবি: সুমাইয়া আক্তার
————–★—————
এমন একটা হাত হোক-
যে হাত আমাকে বিশ্বাস দিবে,
এমন দু’টি চোখ হোক-
যে চোখ আমাকে কবিতা লেখাবে।
মনটা ঠিক তেমন হোক-
যেমন হলে প্রেমিক হয়,
প্রেমিকের সেই প্রেমটা যেন
ইতিহাসে বেঁচে রয়।
এমন হোক কথার ধরণ
বাধ্য লোকে মনে রাখতে-
মায়াবী হোক চেহারা তার
দারুণ লাগুক হাসি দেখতে।
এমন হোক স্বপ্ন তার
সত্যি হয় যেটা কম,
আত্মবিশ্বাস সবটাই থাকুক
হেরে যাওয়ার নয় একদম।
সততা আর মানবতা
তার মাঝে পাওয়া যাক,
দুনিয়াতে আমার সে
পরকালেও আমার থাক।
এমন প্রেমিক হলেই আমি
হবো সেই প্রেমিকা,
চিত্র জগৎ নই, হবো আমি
বাস্তব জীবনের নায়িকা।