কলমে : মোহাম্মদ সহিদুল আলম
নিজ বলতে আমরা আপনকেই বুঝি! একান্ত আপন বা নিজের। এক কথায় কাছের মানুষ ও অতি প্রিয়জন।
আসলে সময় আর পরিস্থিতি বুঝিয়ে দেয় কতটা আপন৷
তথাপি আমরা খুঁজি প্রিয়জন, এই হলো আমাদের আয়োজন।
সরল মনের মানুষগুলো বেজায় বোকা! মিষ্টি কথা, ছলনা, আদর আপ্যায়ন, মিষ্টি বন্ধুত্বে সহজেই হারিয়ে যায় স্বপ্নের ভুবনে!
ভূমন্ডল জুড়ে বহু মানুষ শুধু নিজের ইচ্ছে, চাওয়া, হক, সুবিধা, ভালোলাগা সব বুঝে নিতে একরোখা! আর এটাই হলো মানুষের আসল বহিঃপ্রকাশ।
নিজ ভাবনার মানুষগুলো কেহ করছে শারীরিক খুন, কেহ করছে মানুষিক আঘাত! কেহই অপরিচিত নন! ভাবলেই দু’চোখ ভরে উঠে জলে! আর তখনি আমরা হয়ে উঠি বাকশক্তিহীন!
কোলম্ব, ফ্রান্স।