কবি মোঃসাখাওয়াত হোসেন খান
পৃথিবীর মানুষ ফেরারী
ক্ষণিকের এ জীবন,
মৃত্যু ভুলে হচ্ছে অহংকারী
মনুষ্যত্বে মঞ্চায়ন।
নয়নের জল বাঁধ মানেনা
শোক বুঝি প্রতিদিন,
মৃত্যু খবর কেউ জানে না
বিদায়টা শর্তহীন।
অহংকারী ঐ মানুষগুলো
বেমালুম ভুলে যায়,
নিথর দেহটা লাশ হলো
মৃত্যু নিশ্চিত নিশ্চয়।
আকাশে বাতাসে চন্দ্র সূর্য
অস্ত ও উদয়ে যাবে
নদী গিরি বনের ঐতিহ্য
এক নিমেষে হারাবে।
যাওয়া আসার খেলা চলে
মহা বিশ্ব লোকালয়,
সাগর মহাসাগরের জলে
ঢেউ রাশি বয়ে যায়।
সত্যানুসন্ধানী মানুষেরা
ফেরারী জীবন চায়
নিয়তি অসহায় সর্বহারা
মৃত্যুর কাছে পরাজয়।