নিজস্ব প্রতিবেদকঃ
আজ পহেলা বৈশাখ বাংলা নববর্ষ হিসেবে বাংলাদেশের সংস্কৃতির একটি ঐতিহ্যবাহী দিন। আজকের এই দিনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সকালে পান্তা ভাত আর ইলিশ মাছ দিয়ে খাওয়া দাওয়ার পর শোভাযাত্রা ও ঢাকঢোল পিটিয়ে অনুষ্ঠান সহ বিভিন্নভাবে দিনটিকে উদযাপন করে।
কিন্তু এই ক্ষেত্রে সম্পূর্ণ ব্যতিক্রম মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীরা। মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন এর স্বেচ্ছাসেবীরা আজকের সকালটা শুরু করে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে একটি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করন ক্যাম্পেইন দিয়ে সেখানে অনেক মানুষের মধ্যে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করা হয়। পরবর্তীতে ফিলিস্তিন গাজা উপত্যকায় ইজরাইলি দখলদার বাহিনীর বর্বরোচিত নিশংস গণহত্যায় নারী ও শিশুসহ অনেক মুসলমান ভাইদের হত্যার প্রতিবাদে আলোচনা সভা ও মানববন্ধন কর্মসূচি পালন করেন উক্ত ফাউন্ডেশনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাতা পরিচালনা মন্ডলী এবং ফাউন্ডেশনের বিভিন্ন কমিটির সদস্য বৃন্দ। রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পিং এবং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মানববন্ধনে, অত্র ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা জনাব রুবেল মিজি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অএ ফাউন্ডেশন এর সম্মানিত উপদেষ্টা জনাব ফারুক হোসেন এবং জনাব রাজু আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানব কল্যাণ অ্যাসোসিয়েশনের কার্যকরী সভাপতি জনাব তারেক রহমান জাহাঙ্গীর, গাজীপুর মহানগর এর বাংলাদেশ প্রেসক্লাব সভাপতি জনাব হাজী কামাল চৌধুরী, কোনাবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ আব্দুল বারী এবং কোনাবাড়ী থানা প্রেসক্লাবের নির্বাহী সদস্য জনাব মোঃ নাফিউল ইসলাম। আলোচনা সভার সভাপতিত্ব করেন অএ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি জনাব সবুজ মোল্লা জিকু এবং সঞ্চালনায় ছিলেন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব আল আমিন খান। বক্তারা তাদের নিজ নিজ বক্তব্যে অত্র ফাউন্ডেশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন, এবং সর্বোপরি ফাউন্ডেশন এর সাথে থেকে মানবিক হা-মীম যুব ফাউন্ডেশন কে সামনের দিকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। এবং ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মানববন্ধনে বক্তারা ফিলিস্তিনে এ নির্যাতিত নিপীড়িত মুসলমানদের প্রতি আল্লাহর রহমত বর্ষণের কামনা করেন, এবং ইজরাইলি দখলদার বাহিনীর ধ্বংস কামনা করেন, সকলের উদ্দেশ্যে ইজরাইলি পণ্য বর্জন এবং ইজরাইলকে বয়কট ঘোষণা করেন। পরে দোয়া ও মোনাজাত এর মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষনা করা হয়।