স জী ম শা ই ন
প্রান্তিক মানুষই ইতিহাসে শ্রেষ্ঠ
যথার্থ মর্যাদায় রচিত হয় না তাদের
জীবন দর্শনের গ্রন্থাবলী,অনিবার্য
কারণে তারা আজ বিবর্ণ চাষাভূষা।
আমাদের অর্জিত চেতনার দীর্ঘস্বর
নীতি নৈতিকতার আদর্শ সৈনিক হয়ে
নিয়ে আসে অনাগত মুক্তির পয়গাম।
নৈতিকতা জীবনের শ্রেষ্ঠ সম্পদ
ভারসাম্য বজায় রাখে যথার্থভাবে।
নিজস্ব কৌশলে সাজিয়েছে সমাজ
বাহারি প্রজাতির গাছ-গাছালি রোপণে,
অকৃপণ হাতে বিকশিত করে নিজেকে
জ্ঞানপিপাসু সকল মানুষের কল্যাণে।
প্রশান্ত মনটা অজান্তেই চঞ্চল হয়ে ওঠে
প্রাকৃতজনকে কাছ থেকে চেনার নেশায়।