এস,এম জাকারিয়া হোসাইন
দুঃখের কথা বলবো যারে
উল্টো আমায় ভাষন ঝারে,
হতাশ হয়ে নিজের মনে
বুঝায় তারে কে শুনবে।
মাঝে মাঝে ভাবি বসে
দুঃখের বৈঠা নিজে বাহে,
হতাশ হয়ে দিন দুপুরে
সময় গুনি নিজের মনে।
যারে বলি দুঃখে আছি
সেই বলে সুখি তুমি,
মনের কথা কারে বলি
দুঃখের সাগরে ডুবে মরি।
আমি আবার অনেক বোকা
নিজের কথা বলি সোজা,
অনেকে আবার ভাববে বসে
ছেলেটা বেশি বেশি বকে।
এত সব দুঃখ নিয়ে
জীবনটাকে পার করছি চলে,
বোকা মনটাকে বুঝায় বসে
সময় করে আপন ঘরে।