শাহজাদা নাহিদ
আমি আছিয়া বলতেছি।আমি
হে, আমি আছিয়া বলতেছি।
আমি সেই আছিয়া বলতেছি,
যাকে পার করতে হয়েছিল এক নির্মম যন্ত্রণাময় রাত।
যার শরীর খুবলে খেয়েছিল এক চিরচেনা নরপিশাচ।
হে, আমি আপনাদের বোন সেই আছিয়া বলতেছি।
যাকে বানিয়েছেন আপনারা স্বার্থের খোরাক।
যে হয়েছে আপনার রাজনীতির হাতিয়ার।
আমি সেই আছিয়া বলতেছি,
যাকে নিয়ে সাংবাদিক কথা বলেছে স্বার্থের দরুন।
কবিও কবিতা লিখেছে দেখাতে তাঁর শৈল্পিক লিখন।
যাকে নিয়ে হয়েছে গাওয়া গান।
চলেছে টকশোতে অন্তহীন তর্ক যান।
হয়েছে মিথ্যে আহাজারি, দিয়েছে সবাই মিথ্যে আশ্বাস।
হে, আমি আপনাদের সেই মিথ্যে ভালোবাসায় সিক্ত আছিয়া বলতেছি।
আমি আপনাদের সেই স্বার্থের গুটি আছিয়া বলতেছি।
জানেন, আমার রব আমাকে বড্ড ভালোবাসেন।
তাইতো আমাকে ফিরিয়ে নিয়েছেন এই নিষ্ঠুর শহর থেকে।
রব আমাকে বলেছেন তুমি পাবে না সেথায় ন্যায্যতা।
তাই আমাকে ফিরিয়ে নিয়েছেন, করেছেন সম্মানিতা।
আমি ক্রোধ-কণ্ঠে বলি হে রাষ্ট্রযন্ত্র।
আমি চাই না তোমার বিচার নামক নাট্যমঞ্চ।
রব আমাকে দিয়েছেন কথা।
হাশর-মাঠে করবেন বিচার, দেখবে পুরো মানবতা।
আমি আপনাদের সেই আছিয়া বলতেছি, যে পায় নি তাহার ন্যায্য হিস্যা।
পেয়েছে শুধু বিচার নামক কালক্ষেপণ আর নাটকীয়তা।
আমি আছিয়া বলতেছি।
হে আমি আছিয়া বলতেছি।
শুনো হে মাতৃভূমি, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না।