তাছলিমা আক্তার মুক্তা
ক্লান্ত পাখি ডাকে না আর
পাখির মনে কষ্ট ,
এতো ডেকেও পাইনি সারা
কান হয়েছে নষ্ট ।
লাভ কি ডেকে সবাই যদি
ঘুমিয়ে থাকে দিনে ,
আছিয়ার মতো শত ধর্ষিদের
কাছে জর্জরিত ঋণে।
বলছি এবার থামরে তোরা
ঘুমিয়ে থাকুক মেয়ে ,
তোদের কাছে পায়’নি বিচার
পাবে আল্লাহর কাছে গিয়ে।
তোরা কর শুধু মিটিং মিছিল
অপেক্ষা কর আরও ,
না জানি কাল কার মেয়েটা
ভাগ্যে আছে তার-ও।
শয়তান তোদের ভর করছে
মারতে হবে পাথর ,
মিছিল করেই ক্লান্ত হলে
বিচারের ভয়ে কাতর।