এমরান মাহমুদ প্রত্যয়
পবিত্র মাহে রমাজান মাসে নওগাঁর আত্রাইয়ে আমানা গ্রুপের এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার(১৩ মার্চ)সকাল সাড়ে ১১ টায় উপজেলা মাসুম প্লাজার আমানা গ্রুপের অফিসে আনন্দ মূখর পরিবেশে আমানা গ্রুপ আত্রাই শাখার আরএসএম মো.আয়নূল হক এর সঞ্চালনায়,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আমানা গ্রুপের এজিএম মো.শামীম রেজা।
উক্ত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিরেক্টর আমানা এগ্রো কেমিক্যালের উদ্যোক্তা পরিচালক মো.আব্দুস সাত্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডিজিএম মো.আনিছুর রহমান,আমানা গ্রুপ নাটোর অফিসের ইনচার্জ ও এসডিজিএম মো.শাহজাহান আলী এতে আরো উপস্থিত,সাংবাদিক এমরান মাহমুদ প্রত্যয়,মো.ইকবাল হোসন সহ অনেকে।