কামাল মাহমুদ জয়
মন যে চায় দূর আকাশে,
ভেসে থাকি মেঘের পাশে।
নদীর ঢেউয়ে হারিয়ে যাই,
শিশির জলে পা ভিজাই।
মন যে চায় বনের ছায়ে,
ঘুঘুর ডাকের সুরে গায়ে।
খোলা হাওয়া, নীলিমা,
স্বপ্ন দেখি নিরলস ইমা।
মন যে চায় ছুটে যেতে,
অজানাতে, পাহাড় চূড়াতে।
আকাশ ছোঁয়া সিঁড়ি বেয়ে,
মনের সুখে গান গেয়ে।
মন যে চায়, কে জানে কবে?
চেনা পথ ছেড়ে যাবো রবে।
হয়তো একদিন উড়াল দেবো,
স্মৃতির পাখায় স্বপ্ন বুনবো।