হালিমা সুলতানা
পাগল মনটা তোমায় খুঁজে
সকাল বিকাল রাত্রি,
তোমার প্রেমে আমি পাগল
প্রেমের মরণ যাত্রী।
পাগল পাগল নেশার চোখে
খুঁজি সুখের পাখি,
পাগল মনে তোমার স্মৃতি
যত্ন করে রাখি।
উদাস মনে তোমার খুঁজে
ঘুরি পথে পথে,
একটা পাগল চড়ে দেখো
আর এক পাগল রথে।
তালের পাগল অর্থ খুঁজে
বেতালে নেই শান্তি,
সত্যি পাগল উদার মনের
নেই হৃদয়ে ক্লান্তি।
আমি পাগল অবুঝ হৃদয়
খেলাম শুধুই ধোঁকা,
পাগল প্রেমি নয়তো পাগল
আসল প্রেমের পোকা।