টি আর রাব্বানী
আল্লাহ সব সময় বান্দা,
ভালো থাকা করে দান।
বছর ধরে আবার এলো,
পবিত্র মাহে রমজান।
পবিত্র রমজানে তুমি পড়ো,
না কোন খারাপ কাজ।
ইবাদতের জন্য প্রস্তুত থাকো,
সন্ধ্যা সকাল সাজ।
রমজানে রাখো রোজা,
করো আল্লাহকে ভয়।
এই মাসে মানুষের সকল,
পাপ কাজ দূর হয়।
শবে বরাতের হাজারো,
মুমিন বিভোর হয় কান্নায়।
এইমাসে শবে কদর এই,
কদরেই কুরআন নাজিল হয়।
পবিত্র মাহে রমজানের,
প্রথম দশ দিনে হয় রহমত।
আর এই প্রথম দশে আল্লাহর,
কাছে পাটো পারো হাত।
পবিত্র মাহে রমজানের দ্বিতীয়,
দশে মাগফিরাত হয়।
ইসলাম ধর্ম মেনে আল্লাহকে ,
করো মন থেকে ভয়।
পবিত্র মাহে রমজানের তৃতীয়,
দশে নাজাত করে দান।
রমজানে ইবাদত করলে,
আল্লাহ রাখবে তোমার মান।
বছরে একবার আসে রহমাত,
মাগফিরাত, নাজাত এর মাস।
তুমি খাটি ইমানদার না হয়ে,
ত্যাগ করোনা তোমার নিশ্বাস।