• বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০:২০ অপরাহ্ন

এসেছিলে

কবি ও সাংবাদিক মোঃ মশিউর রহমান / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

 

~আমিনুর রহমান।

তুমি এসেছিলে রাত্রির শেষ প্রহরে-
যখন আলো আঁধারের লুকোচুরি চলে।
তুমি এসেছিলে বসন্ত বাহারে-
কোকিলের কুহু কুহু সুললিত কন্ঠে
হাজার গানের সুর লয়ে ।
তুমি এসেছিলে ভোরদুপুরে-
নিশ্চল পবনে প্রজাপতিদের ভিড়ে
ভালোবাসার রঙে ।
তুমি এসেছিলে সেই পুষ্প কাননে-
সুভাস বিলাতে
হাজার ফুলের সুবাস লয়ে।
তুমি এসেছিলে শীতের সাত-সকালে-
সবুজ ঘাসের ডগায় শিশির হয়ে
শত কুয়াশার ভিড়ে।
তুমি এসেছিলে শত লোকের ভিড়ে-
কাজল কালো আঁখিতে
নীল শাড়ি পড়ে
আলতা রাঙা পায়ে ।
তুমি দাঁড়িয়ে ছিলে নিশ্চুপ প্রকৃতিতে-
পুকুর পাড়ে
জ্যোৎস্না নিশিতে বুকভরা ভালবাসা লয়ে।
তুমি এসেছিলে মোর কল্পনার রাজ্যে-
আলপনা হতে
নতুন সাজে নববধূ হয়ে মেহেদি রাঙা হাতে।
তুমি এসেছিলে গভীর রজনীতে-
ঘুম ঘুম নয়নে
পরীর বেশে স্বপনের ভুবনে।
তুমি এসেছিলে গ্রীষ্মের দুপুরে-
আগুন ঝরা রোদে
একটু শীতল পরশে হাজার বাতাস বয়ে।
তুমি এসেছিলে মোর কবিতার প্রতিটি লাইনে-
কবিতায় ছন্দ মিলাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
January 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১