এম এ কবি ফখরুল ইসলাম মামুন
দুই দিনের এই দুনিয়ায়,
দুই দিনের জন্য বাস।
একদিন দুনিয়া থেকে বিদায়,
কোটিপতি স্বপ্ন বিনাশ!
অর্থবিত্তের প্রাচুর্য আমার,
বাড়ী গাড়ি আছে যত সব।
পড়ে থাকবে দুনিয়ায়,
আমি থাকবো না এই জগত।
গরীবের হক মেরে,
হলাম আমি কোটিপতি।
হালাল হারাম না চিনিয়া,
কাটালাম জীবন জিন্দেগী।
কি লাভ হলো আমার?
দালান কোটা রাজপ্রাসাদ।
কোটিপতি স্বপ্ন তো –
সবই আমার রইলো আজ।
নিজের চিন্তা ভুলে গিয়ে,
পরের চিন্তা মাথায় ঢানি।
নিজের টাকা খরচ না করে,
পরের টাকার বন্টন ধরি।
সভ্যতা আজ গেছে পচে,
হারাম পথে চলে ভাই?
আঙ্গুল ফুলে কলাগাছ হচ্ছে,
কোটিপতি স্বপ্ন দেখে তাঁরাই।
হয়তো আছে গনা কয়জন,
হয়েছেন নিজের গামে কোটিপতি।
বাকি গুলো সব স্বপ্ন নগর,
গড়েছে টাকা করে চুরি।
হালাল টাকার খরচটা হবে,
মিডিয়ম মাধ্যমিক এর মাঝে।
হারাম টাকা সদায় হবে,
ব্যাগ বড়া তলে ভরে।
কোটিপতি স্বপ্ন দেখে,
কী লাভ হবে জগতে মাঝে?
সবকিছু ভরে থাকবে দুনিয়ায়,
আমি সেইদিন থাকব কিরে???
কোটিপতি স্বপ্ন দেখে।