আসিফ খন্দকারঃ
রংপুরের ঐতিহ্যবাহী কারমাইকেল কলেজে আত্মপ্রকাশ করেছে গাইবান্ধা জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ। এটি সম্পূর্ণ রুপে একটি অরাজনৈতিক ছাত্রবান্ধব সংগঠন। গাইবান্ধা জেলার অনেক শিক্ষার্থী কারমাইকেল কলেজে অধ্যয়নরত। এই শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করবার জন্য পাশাপাশি কলেজের অভ্যন্তরীণ সকল উন্নয়ন ও গঠনমূলক কাজে কাধে কাধ মিলিয়ে চলার জন্যেই এই সংগঠন এর প্রতিষ্ঠা। সংগঠনের আহ্বায়ক মোঃ আসিফ উল ইসলাম বলেন, “বর্তমানে চলমান দেশে রাজনৈতিক অস্থিরতা, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আমাদের চারিপাশে নানাবিধ নৈতিক অবক্ষয় থেকে ছাত্রদের রক্ষার্থে তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের একজোট হওয়া প্রয়োজন ছিলো।এরপর আমি এবং আমাদের সদস্য সচিব এ.বি.এম.ফাইজুন নাবী সহস্র দুজনে মিলে পুরো ক্যাম্পাসের সব ডিপার্টমেন্ট থেকে আমাদের জেলার শিক্ষার্থীদের তালিকা সংগ্রহ করি।এরপর যাচাই বাছাইয়ের মধ্যে দিয়ে একদল উদ্যমী তরুণ তরুণীর হাত ধরে যাত্রা শুরু করে গাইবান্ধা জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদ।আমাদের গাইবান্ধা জেলার যেসকল শিক্ষক রা কলেজে কর্মরত উনারা আমাদের সম্পূর্ণ সমর্থন করেন।উনাদের সার্বিক সহযোগিতায় আমরা আনুষ্ঠানিকভাবে ২০২৫-২৬ কার্যকরি কমিটি ঘোষণা করতে সক্ষম হই।”
কমিটি সম্পর্কে সদস্য সচিব এ.বি.এম.ফাইজুন নাবী সহস্র বলেন,” আমরা আমাদের জেলার এবং সকল সাধারণ শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করতে চাই।প্রশাসনের কাছে তাদের দাবীদাওয়া পৌঁছাতে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করাই আমাদের মুল লক্ষ্য। “
গাইবান্ধা জেলা শিক্ষার্থী কল্যাণ পরিষদের ২০২৫-২৬ কার্যকরি কমিটি-
★আহ্বায়ক : মোঃ আসিফ উল ইসলাম (রাষ্ট্রবিজ্ঞান বিভাগ)
★সিনিয়র যুগ্ম আহ্বায়ক:
মোঃ আরিফ মিয়া (মার্কেটিং)
★যুগ্ম আহ্বায়ক:
১.এস.এম সৈকত ইসলাম (গণিত)
২.মোঃ মাহমুদুল হাসান কৌশিক (গণিত)
★সদস্য সচিব:
এ.বি.এম.ফাইজুন নাবী সহস্র (ইংরেজি)
★সদস্য:
১. আবু শাহেদ মো: হাবীব উন নবী শিখিল (ইরেজি)
২. পারভেজ মোশাররফ পল্লব (অর্থনীতি)
৩. মোছা: জান্নাতুল তুবা (ইংরেজি)
৪. মৌনতা মন্ডল লগ্ন (ইংরেজি)
৫. মোছা: জেসমিন আক্তার (ব্যবস্থাপনা)
৬. আয়েশা সিদ্দিকা জেমি (ইংরেজি)
৭. অপূর্ব মন্ডল (ব্যবস্থাপনা)
৮. মোঃ ফাহমুদুল হাসান সাঈম (অর্থনীতি)