কবি:মুহাম্মাদ শরীফুল ইসলাম:
একাত্তরের স্বাধীনতা যুদ্ধ কিন্তু
আমরা সবাই দেখিনি,
পাক হানাদারদের নির্মম-নির্যাতন
আজও আমরা ভুলিনি।
সম্ভ্রম হারানো সেই বোনের
আওয়াজ এখনো ভাসে,
শুকায়নি সেই শহীদদের রক্ত
রয়েছে এখনো ঘাসে।
যারা মোদের ভাই-বোনদের
হত্যা করেছে তখন,
কীভাবে বলো সেই হত্যাকারীরা
হতে পারে আপন ।
বাংলাকে তারা জ্ঞান শূন্য করতে
চেষ্টা করেছিলো কতো,
বিধাতার অশেষ কৃপায় এখন
জ্ঞানী হয়েছে শতো শতো।
বাংলা আমার জন্মভূমি
লাখ শহীদের প্রাণ,
বাংলার বুকে এখনো শুনি
স্বাধীনতার জয় গান।