এম আলী হুসাইন:
মসজিদ মুসলিমদের ইবাদতের স্থান।
ইবাদত করে যায় যেখানে সকল মুসলমান।
মসজিদ কেন টার্গেট হামলা করে হিন্দুস্থান।
পাল্টা জবাব দিবে এবার পড়শি পাকিস্তান।
মসজিদে দুশমনও যদি নিরাপত্তা চায়,
মুসলিমরা তাহাকে ছেড়ে দেয় যে ক্ষমায়।
মুসলিমরা নির্দয় নয়, নয় কর্কট মানুষ ভাই
এই জগতে খাটি মুসলিমদের চেয়ে হৃদয়বান নাই।
বাবরি ভেঙ্গে, অমুসলিমরা করছে কত উল্লাস,
মুসলিমরা নেয়নি প্রতিশোধ ভাঙ্গেনি মন্দির হায়।
ইতিহাসে আছে লিখা মুসলিমরা
দূর করে অন্যায়।
অন্যায়ের সাথে আপোষহীন, জাতি অপছন্দ করে দাদায়।
মহাভারত শত বছর শাসন করেছে যারা,
তারা আজ অনিরাপদ, খুশিতে আত্মহারা দাদা।
এই খুশি, খুশি নয়, আপসোসের শুরু।
সময়টা আসছে অতি, দেখবে কাঁদবে কত গুরু।
মসজিদ নয় তো সেনাক্যাম্প, নয় তো অস্ত্রের জমা স্থল
মসজিদে হামলা করে আর হারাবে না মনোবল।
মসজিদ পবিত্র, মুসলিদের ইবাদাত খানা।
ব্যক্তির প্রতিশোধ আর মসজিদ বানাবে না।