কলমে নিতু মন্ডল অভি (ছন্দহীন ব্যাঙ)
——————————
ভোরের কুয়াশায় হারাল যে গান,
ভাঙা হৃদয়ে বাজে সে তান।
অশ্রু সলিলে ভেসে যায় স্মৃতি,
ভালোবাসা শুধু রয়ে যায় মিথি।
ডুবে গেছে স্বপ্ন অজানা পাথারে,
চোখে ঘূর্ণি তুলে চলে অনাহারে।
জীবন যে নদী, দুঃখ তার ঢেউ,
বুকের ক্যানভাসে আঁকে বিষাদ রেখা কেউ।
চেয়েছিলাম সুখের ছোট্ট একটা ঘর,
ভাগ্যের চাবিকে পেলাম না হলাম পর।
তবু এই হৃদয়, তবু এই ব্যথা,
বেঁচে থাকে গোপন আশার কথা।
ভগ্ন হৃদয়ে গাই শেষ গান,
ভালোবাসি এখনও — অচেনা প্রাণ।