কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার জালশুকা বাজারের দুটি দোকান থেকে চাঁদা আদায়ের অভিযোগ ওঠেছে। এবিষয়ে জহিরুল ইসলাম চার জনকে বিবাদী করে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার জালশুকা এলাকার মৃত সবুর উদ্দিনের ছেলে আশরাফুল (৩০), আজিজুল( ৪০),একই এলাকার আক্কাছ আলীর ছেলে আকমল(২৮) ও মোকছেদ আলীর ছেলে খোকন মিয়া(৩২)।
থানায় অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়,দীর্ঘ দিন ধরে জহিরুল ইসলাম পৈএিক সূত্রে মালিক হইয়া জালশুকা বাজারে একটি হোটেল ও একটি কাচা মালের দোকান দুটি ভাড়া দিয়ে দখলে আছেন।জহিরুলের কাজ থেকে হোটেল ভাড়া নিয়ে প্রায় দশবছর ধরে ভাড়া দেন আজাহারুল ইসলাম ও জেলহক কাঁচা মালের দোকান করে প্রায় দেড় বছর ধরে।গত রবিবার সকালে আশরাফুল, আজিজুল,আকমল,খোকন মিয়া দু’টি দোকান থেকে দুই হাজার টাকা চাঁদা আদায় করেন এবং এরপর মাসিক ভাড়া আমাদের দিতে হবে না দিলে এই বাজারে ব্যবসা করতে দিবো না বলিয়া বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন।আশরাফুল জানান,দোকান দুটি আমাদের।কাগজ পত্র আমাদের নামে। আওয়ামী লীগের ক্ষমতা দেখিয়ে তারা এতদিন ভাড়া তুলছে।কাগজ পত্র দেখাতে বলেন,দিতে পারবে না।
কালিয়াকৈর থানার উপপরিদর্শক ( এস আই) রেজাউল করিম জানান, চাঁদা আদায়ের একটি অভিযোগ পেয়েছি । বিষয়টি তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।