আমি চেয়েছি বাঁচতে, আমি চেয়েছি ভালবাসতে।
আমি চাইনি কখনো প্রেমের মরণ, আমি চিরকাল রাখতে চেয়েছি তোমায় স্মরণ।
তোমায় নিয়ে নববর্ষকে করার আগে বরণ।
হঠাৎ করেই পাল্টে গেছে তোমার কথার ধরন।
আচ্ছা আমার চাওয়া কি সবার থেকে আলাদা..??
আমি তো সবার মতনই চাইছি,
যেমন সূর্য চায় মেঘ পেরিয়ে আলো দিতে পৃথিবীতে।
যেমন কালো কাক চায় তার সঙ্গীকে খুঁজে পেতে।
যেমন অবুঝ শিশু চায় চাঁদমামার কোলে উঠতে।
যেমন বাবুই পাখি চায় সুন্দর একটা নীড় গড়তে।
যেমন বই পোকারা চায় সারারাত ধরে পড়তে।
যেমন নভোচারীরা চায় নতুন কিছু করতে।
যেমন করে হরিণ পরে সিংহের হাতে ধরা।
যেমন করে বাতাস এলে গাছেরা দেয় নড়া।
যেমন করে শিখেছিলেন আবেদীন রং করা।
যেমন করে চড়ই বানায় মানুষের ঘরে বাসা।
যেমন করে মায়েরা দেয় শিশুদের ভালোবাসা।
যেমন করে কবিগন লিখে তাদের মনের আশা।
যেমন করে যুবক ভাবে বন্ধুরাই সবকিছু।
যেমন করে বোকারা হাটে মেয়েদের পিছু পিছু।
যেমন করে নতুন দম্পতি সঞ্চয় করে কিছু কিছু।
লেখক : আমিরুল ইসলাম আকাশ (কাইল্লা)