• রবিবার, ০৪ মে ২০২৫, ১২:২৩ পূর্বাহ্ন

কালিয়াকৈরে শ্রমিকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

তুষার আহম্মেদ কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি: / ৯ Time View
Update : শনিবার, ৩ মে, ২০২৫

 

তুষার আহম্মেদ
কালিয়াকৈর(গাজীপুর)প্রতিনিধি:
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায়  বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার  বিকালে উপজেলা ও পৌর বিএনপির দলীয় কার্যালয়ে কালিয়াকৈর উপজেলা  ও পৌর শ্রমিকদলের আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক মিনার উদ্দিন এর সভাপতিত্বে ও জেলা শ্রমিক দলের  যুগ্ম আহবায়ক আলহাজ উদ্দিন যুবরাজ এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন,গাজীপুর জেলা শ্রমিকদলের আহবায়ক সদস্য রমজান আলী খান,উপজেলা শ্রমিক দলের সাবেক প্রচার সম্পাদক আব্দুর রশিদ, কিরণ মাহমুদ,সমশের তালুকদার,হাবিবুর রহমান টুটুল,মৌচাক ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক মোঃ শাহিনুল ইসলাম শাহীন দেওয়ান, সৈয়দ সোহেলুর রহমান পাভেল,জেলা শ্রমিক দলের আহ্বায়ক সদস্য জামাল মন্ডল, ইউনুস  প্রমুখ। এই অনুষ্ঠানে আহ্বায়ক মিনার উদ্দিন এবং যুগ্ম আহ্বায়ক আলহাজ উদ্দিন যুবরাজ শ্রমিক দলের তাৎপর্য ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাদের বক্তব্য দলের কর্মী ও সমর্থকদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করে।গাজীপুর জেলা শ্রমিকদলের আহ্বায়ক মিনার উদ্দিন তার বক্তব্যে দলের দীর্ঘ পথচলার ইতিহাস তুলে ধরেন। তিনি বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল দীর্ঘ ৪৬ বছর ধরে শ্রমিকদের অধিকার আদায়ের সংগ্রামে সামনের কাতারে থেকেছে। এই দীর্ঘ পথচলায় আমরা অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছি, কিন্তু শ্রমিকদের স্বার্থের প্রশ্নে কখনও আপস করিনি। আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা সেই সংগ্রামী ইতিহাসকে স্মরণ করছি এবং আগামী দিনে শ্রমিকদের অধিকার রক্ষায় আরও দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি।” তিনি আরও বলেন, “আমাদের দল বিশ্বাস করে শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা হলেই দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব। আমরা সেই লক্ষ্য অর্জনে নিরলসভাবে কাজ করে যাব।”অন্যদিকে, গাজীপুর জেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক আলহাজ উদ্দিন যুবরাজ তার বক্তব্যে বর্তমান প্রেক্ষাপটে শ্রমিকদের ঐক্যবদ্ধ থাকার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, “আজকের দিনে শ্রমিকদের অধিকার নানাভাবে উপেক্ষিত হচ্ছে। এই পরিস্থিতিতে শ্রমিকদের ঐক্যবদ্ধ হওয়া এবং নিজেদের দাবি আদায়ে সোচ্চার হওয়া অপরিহার্য। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল সেই ঐক্যের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও করবে।” তিনি আরও বলেন, “আমাদের প্রতিটি কর্মীকে মনে রাখতে হবে, শ্রমিকের সম্মিলিত শক্তিই সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রধান হাতিয়ার। আসুন, আমরা সকলে মিলেমিশে একটি শক্তিশালী শ্রমিক আন্দোলন গড়ে তুলি।”উভয় নেতাই তাদের বক্তব্যে দলের সকল স্তরের নেতাকর্মীদের প্রতি শ্রমিকদের অধিকার আদায়ে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। তারা আশা প্রকাশ করেন, আগামী দিনে শ্রমিক দল আরও শক্তিশালী হয়ে উঠবে এবং দেশের শ্রমিক সমাজের কল্যাণে আরও বেশি অবদান রাখতে সক্ষম হবে। তাদের উদ্দীপনামূলক বক্তব্য উপস্থিত কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসাহের সঞ্চার করে।পরে  মিলাদ মাহফিল শেষে কেঁক কাটা ও মিষ্টি বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
May 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

Archive Calendar

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭৩০৩১