_____________________________
স জী ম শা ই ন, দুর্গাপুর, নেত্রকোণা।
দুর্গাপুর উপজেলার বিভিন্ন হাটবারে কিছু অসাধু ধান ব্যাবসায়ীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ রয়েছে।
উপজেলার বিভিন্ন হাটবাজারে ঘুরে তার সততা জানাযায়,
ধান ক্রয়-বিক্রয় সম্পর্কিত বহু
অভিযোগ করেন ভুক্তভোগী কৃষক।
১ মন ধান সমান ৪০ কেজি, কিন্তু বিভিন্ন বাজারের ব্যাবসায়ীরা ১ মন ধান সমান ৪৪ কেজি রাখছেন।
২ কেজি বস্তার ওজনে ২ কেজি ধান ঢলক বলে বেশী নিচ্ছে ক্রেতারা।
সেটা হোক প্লাস্টিক বস্তা অথবা পাটের বস্তা, তাদেরকে ৪ কেজি ধান বেশী দিতেই হবে। এই অসাধু ব্যাবসায়ীদের কেউ কিছুই বলে না।
কৃষকরা এর প্রতিকার চেয়ে বলেন,
“এরা ব্যাবসায়ী না,নিরীহ কৃষকের রক্ত চুষা প্রাণী।”
তারা প্রশাসনের কাছে আইনানুগ ব্যবস্থা নেয়ার দাবি জানান।