স্বতন্ত্র বার্তা ডেস্ক:
আনন্দ টিভির প্রতিনিধি শাকিলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের ষড়যন্ত্রমূলক অপচেষ্টায় লিপ্ত
ক্ষোভ, দুঃখ এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি আনন্দ টিভির গাজীপুর প্রতিনিধি সাংবাদিক শাকিলের বিরুদ্ধে দায়েরকৃত উদ্দেশ্যপ্রণোদিত ও ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের ঘটনায়। এই অভিযোগ কেবল একজন সাংবাদিককে হেয় করা নয়—এটি মুক্ত গণমাধ্যম, স্বাধীন মত প্রকাশ এবং সত্যনিষ্ঠ অনুসন্ধানী সাংবাদিকতার বিরুদ্ধে সরাসরি আঘাত।
শাকিল একজন পেশাদার ও সাহসী সাংবাদিক, যিনি সম্প্রতি পুবাইলসহ গাজীপুর অঞ্চলের বিভিন্ন অপরাধ, অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরেছেন। এই প্রতিবেদনগুলো জনস্বার্থে প্রকাশিত, তথ্যনির্ভর এবং জনমনে ব্যাপক সাড়া ফেলেছে। এতে ক্ষুব্ধ হয়ে অপরাধী ও দুর্নীতিবাজ গোষ্ঠী এখন প্রতিহিংসার পথ বেছে নিয়ে পুবাইল থানায় তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ এনেছে।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই—সাংবাদিক শাকিল কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষার জন্য কাজ করেননি, তিনি সত্য, ন্যায়ের পক্ষে কলম ধরেছেন। তার এ সাহসিকতা, দায়িত্ববোধ ও জনসেবামূলক দৃষ্টিভঙ্গি আমাদের গর্বিত করেছে।
কিন্তু দুর্ভাগ্যজনকভাবে, অপরাধের বিরুদ্ধে লেখা তার প্রতিবেদন এখন চক্রান্তকারীদের টার্গেট হয়ে গেছে।
একটি গণতান্ত্রিক সমাজে সাংবাদিকতা কোনো অপরাধ নয়—বরং অপরাধকে তুলে ধরা, রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি জনগণের সামনে তুলে ধরা একজন সাংবাদিকের নৈতিক ও পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালনের অপরাধে যদি একজন সংবাদকর্মীকে হয়রানির শিকার হতে হয়, তবে সেটা শুধু তার নয়—পুরো সমাজের স্বাধীনতা ও বিবেকের উপরও আঘাত।
আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি—শাকিলের বিরুদ্ধে যেসব অভিযোগ তোলা হয়েছে, তা যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করা হয় এবং অপপ্রচারকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। একজন নির্ভীক সাংবাদিকের কণ্ঠরোধ করতে গিয়ে যারা আইনের অপব্যবহার করছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
আমরা শাকিলের পাশে আছি—তাকে হেয় করতে নয়, সম্মান জানাতে। তাকে থামানো যাবে না। সত্যের কলম, জনগণের পক্ষে দাঁড়ানো সাহসী কণ্ঠ চুপ করানো যাবে না।
এই দেশ স্বাধীন হয়েছে মত প্রকাশের অধিকার নিশ্চিত করার জন্য, সত্য বলার সাহসিকতাকে টুঁটি চেপে ধরার জন্য নয়।
সাংবাদিক শাকিলের বিরুদ্ধে ষড়যন্ত্রের বিচার চাই।