আসিফ ইকবাল টিপু
মাথায় টানে পরের বোঝা
তাদের বলে কুলি,
কাপড় ভেজে ঘামের জলে
কেমন করে ভুলি।
কামলা বলে ডাকি সবে
ছোটো লোক যে বলি,
গালি শুনে কামলাগুলো
যাই না কভু চলি।
পরিশ্রমে ব্যস্ত থাকে
কথা কথা শুনে,
অবশেষে কামলাগুলো
টাকা নেয় রে গুনে।
কামলা কুলি আছে বলে
সাহেব বেশে চলো,
কামলার দুখে কোনো সাহেব
না তো কেহ জ্বলো ।
আদি থেকে সবাই কামলা
আমরা কিন্তু জানি,
তাল বাহানা নিয়ে চলি
না তো কেহ মানি।