মোঃ আসাদ আলী
বোচাগঞ্জ/দিনাজপুর প্রতিনিধি।
আজ মহান মে দিবস। দিবসটি গোটা বিশ্বে আন্তর্জাতিক শ্রমিক দিবস হিসেবে পালিত হয়ে আসছে। ১৮৮৬ সালের ১মে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরে শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য, এবং দৈনিক আট ঘন্টা কাজের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা যে আত্মহতি দিয়েছিলেন তাঁদের সে আত্মত্যাগের সম্মানে বাংলাদেশ সহ বিশ্বে দিবসটি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক সংগ্রাম ও অর্জনের কথা মনে করিয়ে দিতে বাংলাদেশে মে দিবসে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়ে থাকে। মে দিবসের এবারের প্রতিপাদ্য শ্রমিক- মালিক এক হয়ে গড়ব এদেশ নতুন করে। তারই ধারাবাহিকতায় দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলায় বিভিন্ন শ্রমিক সংগঠন, রাজনৈতিক সংগঠন সহ সরকারি এবং বেসরকারিভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করে। বোচাগঞ্জ উপজেলা বিএনপি, সেতাবগঞ্জ পৌর বিএনপি, জাতীয়তাবাদী শ্রমিক দল বোচাগঞ্জ উপজেলা শাখা ও অত্র উপজেলা শাখার দিনাজপুর জেলা শ্রমিক ইউনিয়ন, আন্তজেলা শ্রমিক ইউনিয়, রংমিস্ত্রি সমিতি, রাজমিস্ত্রি সমিতি, রিক্সা শ্রমিক ইউনিয়, অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন ইত্যাদি বিভিন্ন সংগঠনের ব্যানারে বিস্তারিত কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয় । কর্মসূচির মধ্যে নিজ নিজ কার্যালয়ে জাতীয় ও সাংগঠনিক পতাকা উত্তোলন, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবং আলোচনা শভা শেষে নিজ নিজ ব্যানারে অনুষ্ঠানে অংশগ্রহণকারী শ্রমিকদের মাঝে উন্নত খাবার পরিবেশন করা হয়।