তাছলিমা আক্তার মুক্তা
পাহাড় পাহাড় উচু পাহাড়
আমার বাবা মা ,
গর্ব করে বলতে পারি
আমার আছে যা ।
সোনা সোনা খাঁটি সোনা
মাঠে মাঠে ফলে ,
তাই সবাই মোর বাবাকে
কৃষক শ্রমিক বলে ।
বাবার হাতে জাদু আছে
মুক্ত ফলান মাঠে ,
সেই ফসল বিক্রি করেন
গ্রাম গঞ্জের হাটে ।
আমার মায়ের অসাধারণ
রান্না করা খাবার ,
এমন সুস্বাদু মজার খাবার
খেতে মন চায় আবার ।
আমার কাছে বাবা-মা
গঙ্গা নদীর মতন ,
হীরার খনি এই বাবা-মা
অমূল্য এক রতন ।