কলমে : মোহাম্মদ সহিদুল আলম
জীবনের কিছু ঘটনা মর্মস্পর্শী,
কিছু বেদনা বড়ই বেদনাদায়ক!
সময় আর জীবন থেমে থাকে না।
ছোট একটু জীবনে কতো কাহিনী,
জীবনের চলার পথে নানান অধ্যায়,
একের পর এক অধ্যায়ের চলমান।
সততার পথে শত বাধা উপেক্ষা করে চলার ফলাফল, দেরিতে হলেও সুফল।
অন্যায়-অবিচার, অবৈধ অসম্মানের।
জীবন থেকে পালিয়ে না বেড়িয়ে, ফিরে যাও সুন্দর জীবনে। জীবন একটিই, একটি বার। ফিরে যাও সময় থাকতে!