এম এ লতিফ
তুমি দিলে না ফুলের কলি
দিলে গো কাটার আঘাত
ঝরালে এ বুকে কতো রক্ত
করিনি প্রতিবাদ,
একি প্রেম না-কি ছলনা
আমি তো বুঝি না,
নীরবে সয়ে গেলাম শত আঘাত,
পুষ্পে পুষ্পিত পরাগ রেনু
সুরভীত হয়ে সুবাস ছড়ালো না বুঝি
জীবনে আমার,
প্রেমের অরণ্যে কাটা ঘেরা ফুলগুলো আজ
আমায় আঘাত করে বারবার!
তুমি দিলে না প্রেমের মূল্য
এ বুকে আগুন জ্বালিয়ে
শেষ করে দিলে জীবনটা আমার,
তুমি দিলে না ফুলের কলি
দিলে গো কাটার আঘাত,
জীবন নদীর খেলা ঘরে আজ
সয়ে গেলাম মিথ্যে প্রেমের অপবাদ!