ওসমান গনি
মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ বাজারী উপজেলা চাঁদের ভুমিতে পানির সন্ধান পেয়েছেন নাসা চাঁদের ভুমিতে পানির সন্ধান পেয়েছেন নাসা এবং আমরা অনেক পূর্বে হতেই শূনে ও দেখে আসছি নাসা বলছেন চাঁদের ভুমিতে পানির সন্ধান পেয়েছেন কিন্তু নাসা আজো চাঁদের ভুমিতে পানি আছে তা দেখাতে পারছেন কি আমার মনে হয় না এবং এবার একটু ভালো ভাবে চিন্তা ভাবনা করে দেখা যাক চাঁদের ভুমিতে পানির সন্ধান পাওয়া যাবে কি আর চাঁদের ভুমিতে পানি থাকলেও কিভাবে আছে ১ চাঁদের ভুমিতে কখন কি ভাবে জন্ম হয় আর এই পানি অস্থায়ী না স্থায়ী ২ অমাবস্যার চাঁদ কোথায় অবস্থান নিয়ে থাকে অমাবস্যার চাঁদে তাপমাত্রা কতো ডিগ্রি পর্যন্ত যোগ হয়ে থাকে ৩ পূর্ণিমার চাঁদ কোথায় অবস্থান নিয়ে থাকে পূর্ণিমার কতো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বিয়োগ থাকে ৪ বাঁকা চাঁদ অথবা অর্ধ চাঁদ কোথায় অবস্থান নিয়ে থাকে বাঁকা অথবা অর্ধ চাঁদে তাপমাত্রা করো ডিগ্রি পর্যন্ত হয়ে থাকে ৫ চাঁদের ভুমিতে উঁচু নিচু পাহাড় পর্বত ও কালো ছায়া গুলো কখন কি ভাবে জন্ম হয়েছে এবং উপরে বর্ণিত ঐ ৫ টি প্রশ্নের সঠিক তথ্য সহকারে উপযুক্ত প্রমান খুজে পাওয়া যাবে কি এবং এবার একটু চিন্তা ভাবনা করে দেখা যাক আমার খুদ্র জ্ঞানে কি বলে
২ চাঁদ আমাদের পৃথিবী হতে ৪৫০০০০ মাইল দুরের আকাশে অবস্থান করে থাকেন এবং এই চাঁদ প্রতি বৎসর দুইবার সাধারণত্ব আমাদের পৃথিবীর অতি নিকটে চলে আসে এবং এই সময়টাতে চাঁদকে পৃথিবী হতে অনেক বড় দেখা যায় এবং চাঁদ প্রতি বৎসর অনেক দূরে চলে যায় আর সেই সময়টাতে চাঁদকে পৃথিবী হতে অনেক ছোট দেখা যায় এবং চাঁদ প্রতি বৎসর দুইবার দূরে চলে যাওয়া আর দুইবার নিকটে চলে আসা হয় আমাদের পৃথিবীতে ঋতুর পরিবর্তনের জন্য কেবল হয়ে থাকে এবং সেটা কিন্তু হয়ে থাকে ডিসেম্বর মাসের ২৯ তারিখে আর জুন মাসের ৩০ তারিখে এবং পূর্ণিমার চাঁদ যখন আমাদের পৃথিবী হতে ৪৫০০০০ মাইল দুরের ছায়াপথে অবস্থান নিয়ে থাকে তখন চাঁদের পীঠে কম করে হলেও তাপমাত্রা ১৭৫ ডিগ্রী সেলসিয়েস বিয়োগ থাকে মনে রাখবেন তাপমাত্রা শূন্য হলেই কিন্তু বরফ জমে যায় এবং ইহার মধ্যে যদি ১৭৫ ডিগ্রি সেলসিয়েস বিয়োগ থাকে সেখানে কি পরিমানে ঠাণ্ডা হবার কথা আপনারাই ভালো জানেন এবং পূর্ণিমার চাঁদ যখন ৪৫০০০০ মাইল দুরের ছায়াপথে তাপমাত্রা ১৭৫ ডিগ্রি সেলসিয়েস বিয়োগ এর মধ্যে অবস্থান নিয়ে থাকে তখন কিন্তু চাঁদের ভুমিতে পানির সঞ্চার হয় কি ভাবে এবং আমাদের পৃথিবীতে কিন্তু সাধারণত্ব দুইটি কাল অথবা দুইটি মৌসুম একটি গরম মৌসুম অপরটি শীত মৌসুম এবং শীত মৌসুমে দেখিতে পাবেন আমাদের আসে পাশের জমিতে লতা পাতা গাসের উপরে শিশির জমে কারন সারা রাত্র প্রচুর ঠাণ্ডায় জ্বলিয় বাস্প হতে অথবা বাতাসে মিশ্রিত পানির কনা গুলো ওজন দায়ক হয়ে জমিনের গাছ লতা পাড়া জমাট হয়ে থাকে এবং এখানে আরও একটি উদাহরন আপনার ঘরে কিন্তু অবশ্যই একটি ফ্রিজ আছে আপনি খেয়াল করে দেখুন আপনার ফ্রিজের দরজা কিন্তু সব সময় বন্দ থাকে এবং ফ্রিজের দরজা যখন বন্দ থাকে তখন বাহির হতে বিশেষ কিছুই ফ্রিজের প্রবেশ করিতে পারে না কিন্তু আপনার ফ্রিজ খালি থাকার পরেও ফ্রিজের বিতরে পানি জমে বরফ হয়ে গিয়েছে এবং তেমনি ভাবেই কিন্তু চাঁদের ভুমিতে পূর্ণিমার চাঁদ যখন ঐ ৪৫০০০০ মাইল দুরের ছায়াপথে অবস্থান করে থাকে তখন ১৭৫ ডিগ্রি তাপমাত্রা বিয়োগ এর মধ্যে অস্থায়ী ভাবে কিছু সংখ্যক পানির সৃষ্টি থাকে ইহার বেসি কিছু নয় তবে এই পানিতে বিশেষ কোন রকম নদি নালা সাগর মহাসাগর হয় না
৩ অমাবস্যার বশ্যার চাঁদ সাধারণত্ব আমাদের পৃথিবীর কক্ষপথে অবস্থান নিয়ে থাকে এবং এক পাসে আমাদের পৃথিবী অপর পাশে সূর্য মধ্য স্থানে চাঁদ অবস্থান নিয়ে থাকে কিন্তু এই অবস্থায় তারা পরস্পরে সরল রেখা হয় না এবং যদি পরস্পরে সরল রেখা হয়ে যায় কখন তখন পরিস্থিতির উপরে নির্ভর আমাদের পৃথিবীতে সূর্য গ্রহন দেখিতে পাবে এবং অমাবস্যার চাঁদের উপর সূর্যের আলো ও আমাদের পৃথিবী হতে অনেক গুন বেসি থাকে তাহার কারন চাঁদের অমাবস্যায় চাঁদের যেই পাসে সূর্যের আলো ও তাপ পেয়ে থাকে এবং সেই আমাদের পৃথিবী হতে ১৩৭৫০০০ মাইল সূর্যের নিকটে এবং যার কারনে অমাবস্যার চাঁদের ঐ পাসে কম করে হলেও ৭৫০ ডিগ্রি সেলসিয়েস তাপমাত্রা থাকে এবং যার কারনে অমাবস্যার চাঁদের ঐ পাসে উত্তপত গরম অথবা আগুন আর আগুন থাকে এবং এমন আগুনের মধ্যে বিশেষ কিছুই জন্ম নিতে পারে না আর বিশেষ কিছুই টিকেও থাকতে পারে না
৪ বাঁকা চাঁদ অথবা অর্ধ চাঁদ কখন কোথায় অবস্থান নিয়ে থাকে এবং বাঁকা চাঁদ অথবা চাঁদ আমাদের পৃথিবীর পাশা পাশী অবস্থানা নিয়ে থাকে এবং সেটা অমাবস্যা হতে পূর্ণিমার মধ্যকার অর্ধ চাঁদ হউক না হয় পূর্ণিমা হতে অমাবস্যার অর্ধ চাঁদ হউক কিন্তু দোনোটাই আমাদের পৃথিবীর পাশা পাশী অবস্থান নিয়ে থাকে এবং আমাদের পৃথিবী সূর্যের দূরত্ব প্রায় ৯১৩০০০০০ মাইল হয়ে থাকে এবং তেমনি ভাবেই কিন্তু বাঁকা চাঁদ অথবা অর্ধ চাঁদের সময় চাঁদ হতে সূর্যের দূরত্ব থাকে প্রায় ৯১৩০০০০০ মাইল হয়ে থাকে এবং যার কারনে বাঁকা চাঁদ অথবা অর্ধ চাঁদের সময় চাঁদের পীঠে আমাদের পৃথিবীর সমান তাপমাত্রা থাকে ইহাতে বিশেষ কোন রকম ভুল নেই আমি মনে করি এবং এই বাঁকা চাঁদ অথবা অর্ধ চাঁদের সময় চাঁদের ভুমিতে না অনেক ঠাণ্ডা না অনেক গরম আমাদের পৃথিবীর মতোই সহনশীল তাপমাত্রা থাকে
৫ চাঁদের পীঠে উচু নিচু পাহাড় পর্বত ও কালো ছায়া গুলো কখন কি ভাবে জন্ম হয়েছে এবং আমি প্রথমেই বলবো যে মহান আল্লাহ পাকের কৃপায় যখন প্রথম চাঁদ সৃষ্টি হয় তখন চাঁদ ছিলও পুরো পুরী পরিষ্কার কাচের মতো স্বচ্ছ এবং চাঁদের পীঠে বিশেষ কোন উচু নিচু দুলো বালি ময়লা ছিলো না এবং পরে আস্তে আস্তে চাঁদের পীঠে উচু নিচু পাহাড় পর্বত দুলো বালির জন্ম হতে থাকে কি ভাবে দেখুন এবং আপনি একটি নতুন পরিষ্কার থালা নিয়ে থালার মধ্যে পরিষ্কার এক ফোটা পানি ফেলে রাখেন কিছুক্ষণ পরে দেখিতে পাবেন থালার মধ্যে ফেলে রাখা পানি টুকু শুকিয়ে গিয়েছে কিন্তু ফেলে রাখা পানির যায়গাতে কিছু ময়লার দাগ পরে আছে এবং পানি যেখানে যাবে সেখানে কিছু না কিছু ময়লা জন্ম দিয়ে আসবে এবং তেমনি ভাবেই কিন্তু ঐ দূর আকাশের চাঁদের পীঠে উচু নিচু পাহার প