মুহাম্মাদ শরীফুল ইসলাম
পোশাক মানুষের বাইরের আবরণ
আসল পরিচয় নয়,
লোক দেখানো পোশাক পরিধানে
অহংকার প্রকাশ হয়।
পোশাক দেখে বিচার করা
জ্ঞানীর কাজ নয়,
অসৎ লোকেরাও পোশাকের আড়ালে
নিজেকে ডেকে রয়।
পোশাক মানুষের সতর ঢাকে
সৌন্দর্য বাড়িয়ে তুলে ,
নর্তকীরা আবার পোশাক ছেড়ে
নিজেকে ফুটিয়ে তুলে।
জ্ঞান মানুষের আসল পরিচয়
আবরণ থাকুক কালো,
জ্ঞানের কারণে লোকে তাকে
জানে অনেক ভালো।
পোশাকের কারণে কাউকে কখনো
করোনা ছোটো-বড়ো,
জ্ঞানী লোকদের সম্মান করলে
সম্মানিত হবে আরো।