হালিমা সুলতানা
আঁধারে তে ডুব দিয়ে আলো খুঁজি যখন
ঘনকালো মেঘে ঢাকা মোর স্বপ্ন তখন।
হাতছানি দিয়েই ডাকে অতীতের সংগ্রাম,
আমার অস্তিত্ব ছুটে যে অভিশপ্ত গ্রাম।
গভীর অরণ্যের যত গভীরতা ছুঁয়েছে
হৃদয়ের বাসনায় দেহ মন পুড়েছে।
অনন্ত কালের তরে বিলীন হলো আলো,
আঁধারের বুক ছিঁড়ে শান্তি প্রদীপ জ্বালো।
বিমূর্ত রাত্রিতে খুঁজি নিজ অস্তিত্বে প্রাণ,
হৃদয় থেকে হৃদয় ছিঁড়ে কেড়েছে জান।
দুর্বার প্রতিরুদ্ধ তে জয়ী আঁধার খেলা,
আলোর নাচনে নেচে আঁধারে কাটে বেলা।