কবি মোঃসাখাওয়াত
হোসেন খান
স্রষ্টার হুকুমেই মরণ জানি
মৃত্যুর নেই কোন স্বাধীনতা,
মুখে থাকে কালেমার বাণী
এমনই মৃত্যূ দিও বিধাতা।
পৃথিবীর মানুষেরা কখনোই
মৃত্যুর জন্য সংগ্রাম করেনা,
অথচ একমাত্র মৃত্যুর দূতই
পৃথিবীতে মানুষকে ছাড়ে না।
মৃত্যুকে বেমালুম ভুলে যায়
পাপাচারী হয়ে এই সংসারে,
তীলে তীলে জীবনের ক্ষয়
ঐ মৃত্যুর দূত মাথার উপরে।
মানুষেরা লড়ে বাঁচার জন্য
আজীবন ধরে সংগ্রাম করে,
নিজেকেই মনে করে অনন্য
ক্ষণিকের জীবন সংসারে।
জীবনটা ক্ষণস্থায়ী নিশ্চয়
তবু বাঁচার আকুতি ঘরে ঘরে,
মৃত্যুর স্বাদ নিতে হবে হায়!
ঠিকানা শ্মশান কিম্বা কবরে।