____________________
স জী ম শা ই ন
হৃদয়টা তোমাকে দিলাম
চান্নি-পসর রাতের নির্মল আকাশ
আর তারার ঝলমল।
দিগন্তে ভেসে যায় মেঘমালা
শরীরে কাঁপন তোলে বৈরী বাতাস
চোখ দুটি ছলছল।
ঝিঁঝি পোকারা মিটিমিটি জ্বলে
সোমেশ্বরীর জল,পাহাড়ি ঢলে
উচাটন মন কলকল।
আঁধারে ডুবে যায় পূর্ণিমারচাঁদ
তার নিজস্ব নিয়মে, হাওয়ায় দোলে
গায়ে জড়ানো মখমল।
___________________________
#স জী ম শা ই ন #দুর্গাপুর#নেত্রকোণা।