মুহা.শরীফুল ইসলাম
মনে পড়ে ছোট্ট কালের
স্মৃতিময় সেই দিনগুলি,
স্মৃতির আয়নায় ভাসছে তা
কেমন করে ভুলি।
বর্ষাকালে শাপলা বিলে মোরা
যেতাম জোড়ায় জোড়ায়,
শাপলা শালুক আনতাম তুলে
খেতাম অনেক মজায়।
সকাল হলেই আম কুড়াতে
যেতাম গাছের তলে,
ছোট্ট কালের খেলার সাথীদের
থাকি কেমনে ভুলে।
বাতাস এলেই নাটাই হাতে
যেতাম সবাই মাঠে,
মনের সুখে উড়াইতাম ঘুড়ি
সারাদিন যেতো কেটে।
খরার সময় বৃষ্টির জন্য
দিতাম ব্যাঙের বিয়ে,
কুলা মাথায় চাল তুলতাম
সবার বাড়ি গিয়ে।
ছেলে-মেয়ে সবাই মিলে
খেলতাম জামাই বউ,
কেউ আনতো চাল ডাল
কেউবা আনতো লাউ।
দুপুরে হলেই যেতাম পুকুরে
থাকতাম পানিতে ভেসে,
পুকুরে খেলার সেই দিনগুলি
এখনো চোখে ভাসে।