এম এ লতিফ
যদি আমার হাতটা ধরো
ভালবাসার ছল করে
শহর ছেড়ে চলে এসো
পল্লী মায়ের মায়া ভরা ছোট্ট নীড়ে,
আমার মায়ের ভালবাসা
মিটাবে মনের সকল আশা
থেকো না আর গ্রাম থেকে বহুদূরে,
শান্তি সুখের গ্রামটা আমার
প্রখর রোদে থাকে সদা ছায়া ঘিরে।
যদি তুমি দেখতে চাও চাঁদের আলো
চলে এসো শহর ছেড়ে,
দেখবে তুমি কতো সুন্দর চাঁদের আলো
মায়া ভরা চাঁদের হাসি
আছে সদা তোমায় ঘিরে,
মিথ্যে নয় সব সত্যি
শক্ত করে হাতটা ধরো ভালবাসার ছল করে!
যদি তুমি দেখতে চাও ভোরের আলো রবির হাসি
চলে এসো শহর ছেড়ে,
দেখবে তুমি রক্ত লালে রবির হাসি
রাঙিয়ে দিবে তোমার ভুবন
লাল টুকটুকে সূর্য জাগার ঐ ভোরে!