জাহাঙ্গীর আলম কাজল
আমি পতিতা ,বেশ্যালয় কেটেছে আমার জীবন ,
রংবাজেরা খেয়েছে আমার শরীর ,
মিটিয়েছে চাহিদার সমুদ্র ।
কৈশোরে আমি ভালবাসতে চেয়েছিলাম ,
এই ভালোবাসার হাত ধরে আমি বিক্রি হয়ে গেলাম অনাদরে ,
আর ফিরতে পারিনি সভ্য সমাজের নগর প্রান্তে ।
অসভ্য জানোয়ারের ক্রীতদাস হয়ে কাটিয়েছি রাত ,
নিঃস্ব করেছি যৌবন ,
আমি বন্দি হোটেলে রাতের খোরাক হয়ে
দেখেছি স্বপ্নের বাসর ।
দেহের প্রতিটি ভাঁজে চেনা অচেনা চুম্বনের দাগ
খদ্দের বলে কথা !
আমার প্রতিটি নিঃশ্বাসের স্পদনে ছিল বিষাক্ত শ্বাস ,
তবুও কেউ ছাড়েনি আমাকে ।
আমার বয়স এখন চল্লিশ ছুঁই ছুঁই ,
চোখের নিচে কালো দাগের ছাপ,
সুঢৌলো স্তনে নিথর অবয়ব ,
ইচ্ছের অপারগতা ক্রমশ :গিলে খাচ্ছে আমাকে।
সমাজ আমাকে পতিতা বলছে,
ঘৃণার সমস্ত দৃষ্টিতে আমি দেহ পসারিনি ।
যে পুরুষ আমাকে নিত্য গিলে খায় ,
সে পুরুষকে কি বলবে সমাজ
এই নরক সভ্যতায় ?