কবিঃ মোঃ সাব্বির হোসেন বাবু
আমার বিচরণ রবের মসজিদ ঘরে,
আমার বিচরণ দূস্থ দরিদ্রের তরে।
আমার বিচরণ রঙিন জবার কলিতে,
আমার বিচরণ গায়ের ছোট্ট গলিতে।
আমার বিচরণ ছোট্ট শিশুর কচি মনে,
আমার বিচরণ ঝোপ ঝাড়ে আর বনে।
আমার বিচরণ সু প্রজাপতির পাখায়,
আমার বিচরণ বৃক্ষের মূলে শাখায়।
আমার বিচরণ গায়ের শাঁন দেয়া ঘাটে,
আমার বিচরণ গায়ের সবুজ মাঠে।
আমার বিচরণ প্রাণোচ্ছল নদীর বাঁকে,
আমার বিচরণ উড়ন্ত পাখির ঝাঁকে।
আমার বিচরণ এক পরীর অবজ্ঞাতে,
আমার বিচরণ দুখুর স্ব কবিতাতে।
আমার বিচরণ সমগ্রই বাংলাদেশে,
আমার বিচরণ বিদ্রোহি কবির বেশে।