_____________________
স জী ম শা ই ন,
ভালো আছি এই কথাটি
শুধাও জনে-জনে,
আসলে কেউ ভালো নেই
বলবে মনে-মনে।
তোমার দৃষ্টিতে আমি ভালো
আমার দৃষ্টিতে তুমি,
আমি যদি নজরুল বলি
তুমি বলবে রুমি।
তর্কের তবু শেষ হবে না
কথা কিন্তু দামি,
সত্যি সত্যি কে যে ভালো
জানেন অন্তর্যামী।
_________________________