__________//স জী ম শা ই ন,
দ্রোহের অনল জ্বলছে, জ্বলবে
দুর্নীতির দৃশ্য আজকাল
বাড়ছে, বাড়বে-
দ্রোহের অনল দাউদাউ জ্বলছে, জ্বলবে।
অসহায় মানুষ হয়েছে চঞ্চল
বজ্রকন্ঠে আওয়াজ তুলে মিছিলে,
মাঠঘাট জনপদ অঞ্চল
কাঁপছে জনতার স্লোগানে-
দুর্নীতির দৃশ্য দিনে দিনে
বাড়ছে, বাড়বে,
দ্রোহের অনল দাউ দাউ জ্বলছে, জ্বলবে।
জীবনটা নিশ্চল নিশ্চুপ হলে
স্বাধীনতা তবে কী মিথ্যে ?
জনগণ চায় আজ সংগ্রাম
দাসত্বের শৃঙ্খল ছিঁড়তে।
দেহের মাঝে দ্রোহের সৃষ্টি
পাঁজরের হাড়ে বাড়ে শক্তি,
চোখে আজ পূর্বাসা দৃষ্টি
ফিরে আসুক মাতৃ-ভক্তি।
ধর্ষিতার দৃশ্য আজকাল
ঘটছে, ঘটবে
দ্রোহের অনল দাউদাউ জ্বলছে, জ্বলবে।
_________________________________