প্রতিবেদকঃতাড়াশ ( সিরাজগঞ্জ) উপজেলা প্রতিনিধিঃ
প্রাচীন ঐতিহ্যের নিদর্শন কালের সাক্ষী সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ষোলশ শতাব্দীর প্রাচীন লোককাহিনীর সেই বিশ্বনন্দিত সতী সাবিত্রী নায়িকা বেহুলা সুন্দরী।তাড়াশ উপজেলার আওতাধীন বারুহাস ইউনিয়ন এর বিনসারা গ্রামে তার বাবার বাড়ি। প্রাচীন সব জিনিস বিলুপ্ত হলেও এখনো রয়েছে কিছু আদি নিদর্শন। যার মধ্যে জনবহুল পরিচিত জিয়ন্ত কূপ। এই নৌকা এবং কূপ একই গ্রামে অল্প দূরত্বের মধ্যেই রয়েছে অর্থাৎ তাড়াশ উপজেলার বিনসাড়া নামক গ্রামে। এটা অন্য সব কূপের মতো সাধারণ কূপ নয় বলে জানা গেছে। এলাকার মুরুব্বি হতে বনিক সবাই জানে এই কুপের রহস্য। এ কূপ কে ঘিরেও রয়েছে নানা অলৌকিক ঘটনা, তার মধ্যে, জানা যায় কয়েকশো বছর আগে কেউ যদি অসুস্থ হয়ে পড়তো তবে এই কূপের জল পান করলে সে সুস্থ হয়ে যেতো।আবার কারো প্রয়োজনে এই কূপ থেকে কোন একটা মাধ্যমে কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে থালা বাসনও পেতো। এই ধরনের ঘটনা মানুষের কাছে শুনতে পাওয়া যায়। আরেকটি অবাক করা ঘটনা এই কূপের মধ্যে আরো ২ টি কূপ রয়েছে। কূপটি এমন ভাবে তৈরি যা খুব একটা ক্ষতি হয়নি, এতো বছর পরেও ঠিকঠাক রয়েছে, যদিও এটার উপরি ভাগ সংস্কার করা হয়েছে যাতে এটি আরো টেকসই হয় এবং দর্শনার্থীরা জায়গাটা পরিদর্শন করতে পারেন। সতি মাতা বেহুলার জন্ম স্থান এই বিনসাড়া গ্রামে। এই গ্রাম জুড়ে রয়েছে বেহুলার নানা স্মৃতি, যদিও বা সে গুলো খুব একটা লক্ষ করা যায় না কালের বিবর্তনে। তবে আরো কিছু স্মৃতির জায়গা রয়েছে ওগুলো পরবর্তীতে তুলে ধরবো। পরবর্তীতে কোন এক সময় এসকল বিষয় ভিডিও আকারে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো।