নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ বিরতির পর আবারও সঙ্গীতাঙ্গনে সরব উপস্থিতি জানালেন গীতিকার ও কবি কামাল মাহমুদ জয়। নতুন ভাবনা, নতুন অভিজ্ঞতা আর পরিণত কলম নিয়ে ফিরে এসেছেন তিনি একাধিক গান ও প্রকল্প নিয়ে।
সম্প্রতি একের পর এক গান রিলিজ হচ্ছে তার লেখা থেকে—
প্রতিটি গানেই থাকছে হৃদয়স্পর্শী কথা, সমসাময়িক বাস্তবতা আর একধরনের কাব্যিক আবেদন।
শিল্পীর কণ্ঠে তার কথা যেন নতুন করে ছুঁয়ে যাচ্ছে শ্রোতাদের হৃদয়।
একে একে গান রিলিজ হলেও থেমে থাকছে না এখানেই।
এই ঈদে থাকছে বড়সড় আয়োজন—
দেশের এক ঝাঁক জনপ্রিয় শিল্পীকে নিয়ে কামাল মাহমুদ জয়ের লেখা একাধিক অ্যালবাম রিলিজের পরিকল্পনা রয়েছে।
এ অ্যালবামগুলোতে থাকছে বৈচিত্র্যময় সুর, ভিন্ন ভিন্ন মেজাজের গান—যা ঈদের আমেজকে আরও রঙিন করে তুলবে বলেই প্রত্যাশা।
সঙ্গীতপ্রেমীদের অনেকেই বলছেন, কামাল মাহমুদ জয়ের এই ফিরে আসা বাংলা গানে এক নতুন ঋতুর আগমন।
তাঁর লেখায় যেমন আছে মাটি ও মানুষের গল্প, তেমনি আছে আধুনিকতার ছাপ।