আবিদ হাসান, রামপাল, বাগেরহাট।।
রামপাল উপজেলায় শিশুদের মধ্যে বিড়ি-সিগারেটের আসক্তি বেড়ে যাওয়ায় ভবিষ্যৎ হুমকির মুখে পড়ছে। এই সমস্যার সমাধানে শ্রীকলস মানবকল্যাণী ইম্প্যাক্ট প্লাস ক্লাব ও শিশু ফোরামের পক্ষ থেকে সদ্য যোগদানকৃত রামপাল থানার অফিসার ইনচার্জ জনাব আতিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আবিদ, শারমিন ও শিফা।
সাক্ষাতে ওসি প্রতি শুভেচ্ছা জ্ঞাপন করার পাশাপাশি তাঁকে ক্লাব ও ফোরামের চলমান কার্যক্রম সম্পর্কে অবহিত করা হয়। এ সময় আবিদ হাসান বলেন, “শিশুদের যদি বিড়ি-সিগারেট থেকে দূরে রাখা যায়, তাহলে তারা নেশার জগতে ঢুকবে না।”
ওসি বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে রামপাল উপজেলায় শিশুদের কাছে তামাকজাত পণ্য বিক্রি নিষিদ্ধ করে নোটিশ জারি করেন।
শ্রীকলস মানবকল্যাণী ইম্প্যাক্ট প্লাস ক্লাব, পিএফএ ৫, রামপাল এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।