মোঃ শফিকুল ইসলাম
এসো এসো স্বপ্নের সিঁড়ি বেয়ে,
জীবন গড়ার পথে এগিয়ে যাই।
এসো স্বদেশের প্রেম বুকে নিয়ে,
হৃদয়ের স্পর্শে সবাইকে ভালোবেসে,
সুন্দরের পাল্লা ধরে, ধরণী সাজায়।
হৃদয় প্রসারিত করে, হাতে রাখি হাত,
সকল দুঃখ-বেদনা যাক সরে যাক,
যাক দূর হয়ে যাক, হৃদয় থেকে। ঐ
স্বপ্নের জাল বুনে শত হৃদয় লয়ে,
মোরা দ্বিধা হীন হয়ে, এগিয়ে যাই।
লক্ষ্য আমাদের নীল আকাশ ছোঁয়া,
সহজ আমাদের দৃর মনোবল দৃপ্ত।
আলোকিত পৃথিবীর জন্য মোরা,
এক হয়ে লড়ে যাই সদা নিত্য।
জানি মোদের নিষি হবে শেষ,
নেষার গোর কেটে যাবেই যাবে।
স্বপ্নের সিঁড়ি বেয়ে আসবেই বিজয়।
আর উষা হবে স্নিগ্ধ হাসির প্রভাত।
বিধাতার মহান কৃপা সাথে নিয়ে,
মোরাই আগামীর দিশারী হবো।
বিশ্বজয়ী হবো, আমরা সবাই। ঐ