_________স জী ম শা ই ন,
প্রত্যেক মানুষের ভেতরে স্বতন্ত্র স্বকীয়তা আছে।
আমার হৃদয়ে অসংখ্য ভাবনার দাপাদাপি,
পাহাড়, সমুদ্র করে চুরমার,
মহামিলনের ঐক্যতানে স্তব্ধতার দিকে যেতে যেতে
দিন আর রাতকে মিশিয়ে তৈরি করেছি নিজস্ব গ্রহ,
তারা আহ্নিকগতির জ্যোতির অংশে
শব্দ দিয়ে গাঁথা কবিতার বাতিঘর।
পৃথিবীর যে অংশে রাত বিদ্যমান
প্রথা মতো আমিও সেদিকে যেতে চাই আলোর পথে।
প্রত্যেক কবির ভেতরে নিজস্ব নীরবতা আছে।
তাতে জোছনা ঝরে পড়ে রাতের বিবরে,
প্রেমিকার দীর্ঘশ্বাসে ঝরে বেদনা।
শূন্য গ্লাস,রাতভর গল্পের পর সঙ্গীর প্রস্থান,
সেই স্বকীয়তা আর ফিরে আসেনা,নিতান্তই হয়ে যায় গোরস্থান।
______________________________
দুর্গাপুর সাংবাদিক সমিতি,নেত্রকোণা।