আলমগীর হোসাইন
আগের মতো এখনো আছে সেই ডাকঘর
আছে কর্মরত পোস্ট মাস্টার ডাকপিয়ন
নির্ধারিত স্থানেই আছে লাল ডাকবক্স
শুধু একটা আধটা ফৌজদারি চিঠি আসে তাতে।
আগের মতো এখনো দেখা হয় কথাও হয় ঢের
ব্যস্ততার ফাঁকে চলে আড্ডা ঘুরাঘুরি ভ্রমণ
শৈশবকাল এখনো অতিবাহিত হয় নতুনদের
এখনো কাপলদের মাঝে চলে প্রেমের কথন
শুধু দেখা মিলে না হাতে লেখা রঙিন খামের
আর নেই সেই ডাকপিয়ন নামক বন্ধুর
এখন আর অপেক্ষার প্রহর গুনে না প্রিয়জন
অনলাইনের দেয়ালে আটকা পড়ে আছে সব
রঙিন খামের মনের মাধুরি মাখা লিখিত চিঠি
লেখা হয়না প্রিয় মা বাবা ভাই বোনের জন্য
প্রিয়তমার জন্য কিংবা সন্তানের কাছেও
জমানো হয় না স্মৃতির বক্সে প্রিয়জনের চিঠি।